2017-05-01 00:34:52
দিঘীর জলে চান্দের আলো  করে ঝিকি মিকি।
নিশীথে আসিয়া তুই করিস ডাকা ডাকি,
তোর আশায় আশায় আমি  পন্থচেয়ে  থাকি।
শ্যামলা বরন গায়েরই  রঙ দিঘল কালো চুল,
দুই নয়নের আলো যেন বেহেস্তেরো ফুল।
চিকান চাকন গায়ের গরন কানে সোনার  ও দুল।
নুপুর পায়ে যায়রে  হেটে, পরারনের বুলবুল।
হিরামন পাখিরে তুই হিরামন পাখি, 
তোর আশায় আশায় আমি পন্থ চেয়ে  থাকি।
Invalid Email or Password